আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে তামিমসহ ৩ জন নিহত

অনলাইন ডেস্কঃবিডি নিউজ ৩৬৫ ডটকম

Tanim Chowdhury

তানিম চৌধুরী

আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে হলি আর্টিজানে হামলার মূল পরিকল্পনাকারী তামিম আহমেদ চৌধুরীসহ তিনজন নিহত হয়েছেন।নারায়ণগঞ্জের পাইকপাড়ায় এক জঙ্গি আস্তানায় শুক্রবার দিবাগত রাত ২টা থেকে এ অভিযান শুরু হয়।

স্থানীয়রা জানান, পাইকপাড়ার নূরউদ্দিন  দেওয়ানের বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।আজ শনিবার সকাল সাড়ে ৯টা থেকে ওই বাসাটিকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী গুলি করলে  বাসায় অবস্থানরত জঙ্গিরা আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে গুলি ও বোমা ছোড়ে।প্রায় ১ ঘণ্টা ধরে গোলাগুলির পর সেখানে মৃত অবস্থায় তিনজনকে দেখতে পায় আইনশৃঙ্খলা বাহিনী। ওই বাসা থেকে ১টি পিস্তল, ১টি পয়েন্ট টুটু রাইফেল, ৬টি দেশীয় তৈরি গ্রেনেড, বিপুল পরিমাণ বিস্ফোরক, জিহাদি বইসহ বোমা তৈরির মালামাল উদ্ধার করা হয়।

কানাডা প্রবাসী জেএমবি  নেতা তামিম আহমেদ চৌধুরী দুই বছর আগে দেশে ফিরে জঙ্গি সংগঠনগুলোর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন। তার সঙ্গে সেনাবাহিনীর চাকরিচ্যুত মেজর সৈয়দ জিয়াউল হকের সরাসরি যোগাযোগ হয়। মূলতঃ তামিম ও জিয়া গুলশান-শোলাকিয়ায় হামলার মাস্টারমাইন্ড।তামিমের বাড়ি সিলেটের বিয়ানি বাজার।

রাজধানীর গুলশানে হলি আর্টিজানে হামলার পর থেকে পুলিশ তাদেরকে খোঁজে বেড়াচ্ছিল। তাদেরকে ধরিয়ে দেয়ার জন্য পুলিশ পৃথকভাবে ২০ লাখ টাকা করে পুরস্কার ঘোষণা করেছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *