মিরপুর ১০ এ পর্দার দোকানে অগ্নিকাণ্ডে একজনের মৃত্যু
অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম
নিহতের নাম মামুন(৩০)। সে ঐ দোকানের কর্মচারী। রাজধানীর মিরপুরে সোমবার সকাল সাড়ে ৮টায় ১০ নম্বর গোল চত্বরের কাছে সেনপাড়া পর্বতা এলাকার পর্দাবিলাস নামে এক দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দোকান কর্মচারী মামুন ভেতরে ঘুমিয়ে ছিলেন।
ওই দোকানের মালিক সবুজ ফায়ার সার্ভিসকে জানান, কর্মচারী মামুন প্রতিদিনের মতো দোকান বন্ধ করে ভেতরে ঘুমিয়ে ছিলেন। আজ সকালে অগ্নিকাণ্ডের পর ফায়ার সার্ভিস তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট গিয়ে প্রায় ৪০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।