৩১ বাংলাদেশী জেলেকে সাগর থেকে উদ্ধার করেছে ভারত

অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম

Fishing boat1

ভারতীয় কোস্ট গার্ড মধ্য সাগরে ইঞ্জিন বিকল হয়ে যাওয়ার পর দুটি মাছ ধরার নৌকা থেকে ৩১ জন বাংলাদেশি জেলেকে উদ্ধার করেছে । গত ১৬-১৭ আগস্ট লঘু চাপের কারণে পশ্চিমবঙ্গ উপকূলে সৃষ্ট বৈরি আবহাওয়ার মধ্যেই তাদের উদ্ধার করা হয়।  ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার কোস্ট গার্ডের কর্মকর্তারা খবরটি নিশ্চিত করেন।
উদ্ধার হওয়া বাংলাদেশি নৌকাদুটির নাম আল্লাহর দান ও ফরহাদ। আল্লাহর দান নৌকা থেকে ১৫ জন এবং ফরহাদ নামের নৌকাটি থেকে ১৬ জন জেলেকে উদ্ধার করা হয়েছে। আল্লাহর দান নৌকার আরোহীদের স্থানীয় একটি মাছ ধরার নৌকাতে করে সরিয়ে নেয়া হয়েছে। অন্যদিকে ১৬ আরোহীসহ ফরহাদকে স্থানীয় মাছ ধরার নৌকার সাহায্যে ফাজেরগঞ্জে আনা হয়েছে। উদ্ধার হওয়া জেলেদের খাবার ও চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে বলে ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে।খবরঃদি ইন্ডিয়ান এক্সপ্রেস

 

Leave a Reply

Your email address will not be published.