জামিন নাকচ, রিজভী কারাগারে August 18, 2016 Uncategorized আজ বৃহস্পতিবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নাশকতার পাঁচ মামলায় আত্মসমর্পণ করলে জামিন নাকচ করে কারাগারে পাঠিয়েছে আদালত । রিজভী আহমেদ (ফাইল ফটো) ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা বৃহস্পতিবার এ আদেশ দিয়েছেন। মামলার মধ্যে পল্লবী, খিলগাঁও, মতিঝিল, বাড্ডা ও রমনা থানার একটি করে মামলা রয়েছে। 5 4 3 2 1 Leave a comment