পদ্মায় ফেরি ছাড়া সব ধরনের নৌযান চলাচল বন্ধ
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
দূ্র্যোগপূ্র্ন আবহাওয়ার কারণে পদ্মার দৌলতদিয়া-পাটুরিয়া ও শিমুলিয়া-কাওড়াকান্দি রুটে ফেরি ছাড়া সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে।
বুধবার সকাল থেকে লঞ্চ ও স্পিডবোট বন্ধ রয়েছে।ফলে ফেরিতে চাপ বেড়েছে বলে জানিয়েছেন মুন্সীগঞ্জ বিআইডব্লিউটিসির কর্মকর্তা শাহ নেওয়াজ খালিদ।এ কারণে যানবাহন ছাড়াও বিপুল সংখ্যক যাত্রী পার করা হচ্ছে ফেরিতে। প্রচণ্ড বাতাস ও ঢেউয়ে পদ্মা এখন উত্তাল।এ কারণে পুরনো ফেরিগুলো চলতে পারছে না।
২ নম্বর সতর্কতা সংকেত বহাল থাকায় সকাল থেকে ফেরি ছাড়া সব নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে।দুই ঘাটে আড়াই শতাধিক যানবাহন পার হওয়ার অপেক্ষায় রয়েছে বলে জানান বিআইডব্লিউটিসি কর্মকর্তা।শিমুলিয়া বন্দর কর্মকর্তা মো. মহিউদ্দিন বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় দুর্ঘটনা এড়াতেই ফেরি ছাড়া সব নৌযান বন্ধ রাখা হয়েছে।দৌলতদিয়া-পাটুরিয়া রুটেও বুধবার সকাল থেকে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।