ইংল্যান্ডের নিরাপত্তা প্রতিনিধি দল ঢাকায়
অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষন করতে ঢাকায় পৌঁছেছে ইংল্যান্ডের নিরাপত্তা বিষয়ক প্রতিনিধি দল। তিন সদস্যের প্রতিনিধিদল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।
দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলার জন্য আগামী ৩০ সেপ্টেম্বর বাংলাদেশে আসার কথা ইংল্যান্ড ক্রিকেট দলের।
এই প্রতিনিধিদলের প্রতিবেদনের ওপর অনেকাংশেই নির্ভর করবে ইংল্যান্ডের বাংলাদেশ সফরের বিষয়টি। নিরাপত্তা প্রতিনিধি দলে রয়েছেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) নিরাপত্তা পরামর্শক রেজ ডিকসন, ইসিবির ডিরেক্টর অব ক্রিকেট অপারেশনস জন কার ও পিসিএর প্রধান নির্বাহী ডেভিড লেদারডেল।
নিরাপত্তাদলটি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠক করবে।তারা এরপর পাশাপাশি যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূতের সঙ্গেও বৈঠক করবেন ।