নিউ ইয়র্কে ২ বাংলাদেশি হত্যায় অসকার মোরেল নামক এক হিসপানিক গ্রেপ্তার
অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম
হিসপানিক বংশোদ্ভূত ও ব্রুকলিনের বাসিন্দা ওসকার মোরেল (৩৫) নামে এক ব্যাক্তির বিরুদ্ধে ‘অপরিকল্পিত হত্যার’ দুটি ঘটনার অভিযোগ আনা হয়েছে বলে রয়টার্সের খবরে বলা হয়।
ঘটনার দিনই এক সাইকেল আরোহীকে গাড়ি দিয়ে ধাক্কা দিয়ে পালানোর ঘটনায় মোরেলকে গ্রেপ্তারের পর হত্যার ঘটনায় তাকে জিজ্ঞাসাবাদ করছিল পুলিশ।স্থানীয় সময় সোমবার আনুষ্ঠানিকভাবে অভিযোগ ঘোষণার আগে পুলিশের এক সংবাদ সম্মেলনে বলা হয়, ব্রুকলিনের এক হিসপানিক ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।তবে ওই ব্যক্তির ও নিহত দুজনের মধ্যে কোনো সংযোগ রয়েছে কি না তারা নিশ্চিত নন।
শোকাহত মুসলিম জনগোষ্ঠীর বিচার পাওয়ার নিশ্চয়তার বিষয়ে এক এক প্রশ্নের জবাবে নিউ ইয়র্ক সিটির গোয়েন্দা প্রধান রবার্ট ব্রাইস বলেন, এখন পর্যন্ত আমারা যেসব তথ্যপ্রমাণ সংগ্রহ করতে পেরেছি তাতে আমাদের বিশ্বাস ইনিই সেই ব্যক্তি।এই হত্যাকাণ্ডের পেছনের কারণ এখনো স্পষ্ট না হলেও এই এলাকায় পুলিশের উপস্থিতি আরও জোরদার করা হবে বলে শেষকৃত্যের অনুষ্ঠানে প্রতিশ্রুতি দেন নিউ ইয়র্ক সিটির মেয়র বিল ডি ব্লাসিয়ো।এর আগে ধর্মীয় বিদ্বেষ থেকে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে এমন কোনো প্রমাণ না পাওয়ার কথা পুলিশ জানালেও তদন্তে কোনো সম্ভাবনাকেই বাদ দেওয়া হবে না বলে জানানো হয়।
জানাজার আগে বক্তব্যে আল-ফোরকান মসিজদের প্রতিষ্ঠাতা বদরুল খান সমবেত জনতার উদ্দেশ্যে উচ্চস্বরে বলেন, আমরা বিচার চাই।তবে প্রকাশ্যে দিবালোকে সংঘটিত এই গুলির ঘটনাকে ‘বিদ্বেষমূলক অপরাধ’ হিসেবে গণ্য করারদাবি জানিয়েছে প্রবাসী বাংলাদেশিসহ এলাকাবাসী।