বঙ্গবাহাদুর আর বেঁচে নাই
অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম
বঙ্গবাহাদুরকে বাচানো গেল না। আবশেষে সে মারা গেল। ভারত থেকে বন্যার জলে ভেসে আসার পর জামালপুরের সরিষাবাড়ীতে আশ্রয় নেয় হাতিটি।প্রাথমিক ভাবে ধারণা করা হয় উদ্ধারকারী দলের অবহেলায় হাতিটি মারা গেছে।সোমবার বঙ্গ বাহাদুর কোন খাওয়া-দাওয়া করেনি। সারাদিন নিস্তেজ হয়ে মাটিতে পড়ে ছিল। কোন নড়াচড়া করেনি। তার আর নিজ বনে ফেরা হল না। সরিষাবাড়ীতেই বঙ্গ বাহাদুর মারা গেল।
গত রবিবার হাতিটি শিকল ছিঁড়ে পালানোর সময় দ্বিতীয়বারের মত ট্রাংকুলাইজার দিয়ে অচেতন করা হয়।পরে গ্রামবাসীর সহায়তায় উদ্ধার কর্মীরা পিছনের দু‘পায়ে শিকল এবং মোটা রশি দিয়ে বেঁধে ফেলে। এরপর হাতিটিকে মাটিতে শুয়ানোর জন্যে সারাদিন চেষ্টা করা হয়। এক পর্যায়ে সন্ধ্যার সময় পায়ের ওপর বিশেষ শক্তি প্রয়োগ করে মাটিতে ফেলে দেয়া হয়।এলাকাবাসী জানায়, হাতিটি অযত্ন-অবহেলায় দিনের পর দিন দুর্বল হয়ে পড়েছিল।