রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী্র বঙ্গবন্ধুর প্রতিকৃ্তিতে স্রদ্ধা নিবেদন
নিউজ ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম
রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী সেখ হাসিনা ধানমন্ডি ৩২ নাম্বারে বঙ্গবন্ধুর প্রতিকৃ্তিতে ফুল দিয়ে স্রদ্ধা নিবেদন করেন
আজ ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী সেখ হাসিনা ধানমন্ডি ৩২ নাম্বারে বঙ্গবন্ধুর প্রতিকৃ্তিতে ফুল দিয়ে স্রদ্ধা নিবেদন করেন।
সোমবার সকাল সাড়ে ৬টায় ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপ্রধান মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।প্রধানমন্ত্রী হিসেবে শ্রদ্ধা জানানোর পর দলীয় নেতা-কর্মীদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের সহযোগী বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও ফুল দেয়া হয়।
মন্ত্রিপরিষদের সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সংসদ সদস্য, তিন বাহিনী প্রধানরা এ সময় উপস্থিত ছিলেন।এরপর আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে এবং সর্বস্তরের মানুষ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায়।