পল্টনের দলীয় কার্যালয়ে খালেদা জিয়ার জন্মদিন পালন
নিউজ ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম
প্রতিবারের মত এবারও আজ পল্টনের দলীয় কার্যালয়ে দলীয় নেতাকর্মীরা বেগম জিয়ার জন্মদিন পালন করেন ।তবে কেক কেটেঁ নয় মিলাদ মাহফিলের মাধ্যমে।উল্লেখ্য ১৯৯১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর থেকে ১৫ই আগস্ট বেগম খালেদা জিয়া জন্মদিন পালন শুরু করেন । যদিও এ জন্মদিন নিয়ে অনেক বিতর্ক আছে।
বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের দিন ১৫ অগাস্ট জাতীয় শোক দিবসে জন্মদিন উদযাপন না করতে আওয়ামী লীগ নেতাদের আহ্বানের প্রেক্ষাপটে এবার বন্যা এবং সরকারি নির্যাতন-নিপীড়নকে কারণ দেখিয়ে কেক কাটেননি খালেদা।
সোমবার বিকালে নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এই মিলাদে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সহস্রাধিক নেতা-কর্মী অংশ নেন।