দুই ছাত্রকে উদ্ধার করতে যেয়ে খালে ডুবে পিকআপ চালকের মৃত্যু
অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম
দামাইখালে ডুবে যাওয়া দুই শিক্ষার্থীকে উদ্ধার করতে গিয়ে রাজধানীর বাড্ডায় উদ্ধারকারী এক পিকআপ চালক মারা গেছেন।পিকআপ চালকের নাম সারোয়ার, বয়স আনুমানিক ৩০। সোমবার দুপুরে পাঁচখোলা তিন নম্বর বেরাইদ ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।
জানা যায়, বেলা সাড়ে ১২টার দিকে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৯ ছাত্র খালের পানিতে ফুটবল দিয়ে খেলা করার সময় ফুটবল খালের পানির গভীর অংশে চলে যায়। সাব্বির হোসেন ও সাজ্জাদ হোসেন শুভ নামে দুই শিক্ষার্থী ঐ বল আনতে গেলে তারা ডুবে যাওয়ার উপক্রম হয় এবং তারা বাঁচার জন্য চিৎকার দেয়। তখন সারোয়ার খালের পাশে তার পিকআপটি এনে পানি দিয়ে পরিষ্কার করছিলেন। শিক্ষার্থীদের চিৎকার শুনে তিনি পানিতে ঝাঁপিয়ে পড়ে দুই শিক্ষার্থীকে উদ্ধার করে তীরে আনেন। তারপর তিনি ফুটবল আনতে পানির গভীর অংশে গেলে তলিয়ে যান।
দুপুরে ফায়ার সার্ভিসের ৩ সদস্যের একটি ডুবরি দল খালের পানিতে তল্লাশি করে বিকাল সাড়ে ৪টার দিকে সারোয়ারের লাশ উদ্ধার করে।