৫ জঙ্গিকে ঢাকায় আনা হয়েছে নাশকতার জন্য
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মো. মনিরুল ইসলাম জানিয়েছেন, রাজধানীতে বড় ধরনের নাশকতা করার জন্যই আটক হওয়া ৫ জেএমবি সদস্যকে ঢাকায় আনা হয়েছিল।
আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় ডিএমপির মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।তাদের সুইসাইড অ্যাটাকের প্রশিক্ষণ দেয়া হয়েছে।আটক পাঁচজন নিউ জেএমবি’র সদস্য।
আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঢাকায় আরও চার জেএমবি জঙ্গির আসার কথা জানতে পেরেছি আমরা।তাদেরকেও ধরার জন্যে খোজা হচ্ছে।তিনি আরও বলেন, গুলশান ও কল্যাণপুরের ঘটনায় সংগঠনটির বেশ কয়েকজন সদস্য নিহত হওয়ায় দেশের বিভিন্ন জেলা থেকে সদস্য সংগ্রহ করছে জেএমবি। এরই ধারাবাহিকতায় আটককৃতরা ঢাকায় আসেন।