রিজভীসহ ৫৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
নিউজ ডেস্কঃবিডি নিউজ ৩৬৫ ডটকম

রুহুল কবির রিজভী
আদালত বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ ৫৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে বিস্ফোরক আইনে একটি মামলায় ।
বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ মো. কামরুল হোসেন মোল্লা মামলার অভিযোগপত্র আমলে নিয়ে এ পরোয়ানা জারি করেন।রিজভী অসুস্থ মর্মে অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া সময়ের আবেদন করেছিলেন। কিন্তু বিচারক সময়ের আবেদন না মঞ্জুর করে গ্রেপ্তারী পরোয়ানা জারি করেন।মামলাটি দায়ের করা হয় ২০১৩ সালের নভেম্বর মাসে রাজধানীর মতিঝিল থানার কমলাপুর এলাকায় হরতাল কর্মসূচি পালনের সময় ককটেল বিস্ফোরণের অভিযোগে ।