অবশেষে চেতনানাশক ওষুধ দিয়ে হাতিটি ধরা হল
নিউজ ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম
অবশেষে চেতনাশক ওষুধ দিয়ে বাংলাদেশে আসা ভারতীয় বুনো হাতিটিকে অচেতন করে ধরা হয়েছে।বৃহস্পতিবার দুপুরে জামালপুরের সরিষাবাড়ীর কামরাবাদ ইউনিয়নের কয়রা গ্রাম থেকে ট্রাংকুলাইজার বন্দুক দিয়া ডার্ট ছুড়ে হাতিটিকে অচতন করা হয়। তারপর হাতিটি প্রায় এক কিলোমিটার দূরে গিয়ে একটি গ্রামের ডোবার পানিতে পড়ে যায়। পরে সেখান থেকে হাতিটি উদ্ধার করা হয়।
উদ্ধারকারী দলের পক্ষ থেকে জানানো হয়েছে, দুপুরে হাতিটিকে চেতনানাশক ডার্ট দিয়ে ট্রাংকুলাইজার বন্দুক থেকে শুট করা হয়। গভীর পানির মধ্যে পড়ে সেটি নড়াচড়া করতে পারছিল না।এলাকার কয়েকশো লোক পানিতে নেমে লম্বা রশি দিয়ে হাতির পায়ে রশি বেঁধে টেনে তোলে।
বনবিভাগের কর্মীরা জানিয়েছেন, হাতিটা জীবিত আছে। তবে পুরোপুরি জ্ঞান ফেরেনি। কর্মকর্তারা এখন হাতিটির জ্ঞান ফেরার অপেক্ষায়।জ্ঞান ফেরার পর হাতিটিকে ট্রাক কিংবা অন্য কোনোভাবে বঙ্গবন্ধু সাফারি পার্কে নিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
গত ২৬ জুন ভারতীয় বুনো হাতিটি বন্যার পানিতে ভেসে আসাম হয়ে বাংলাদেশের কুড়িগ্রাম সীমান্তে আসে । এরপর হাতিটি ঘুরতে ঘুরতে জামালপুরে আসে।হাতিটি উদ্ধার করার জন্য ভারত থেকে প্রতিনিধি দলও আসে।অবশেষে বাংলাদেশী উদ্ধারকারী দল হাতিটি উদ্ধার করে।