জঙ্গিবাদ দমনে পুলিশ বদ্ধপরিকর
অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, জঙ্গিবাদ দমনে পুলিশ বদ্ধ পরিকর। এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত পুলিশ জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই করে যাবে।
আজ বুধবার দুপুরে পুলিশ সদর দফতরে গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলায় নিহত পুলিশ সদস্যের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আইজিপি বলেন, জঙ্গি হামলা চালিয়েও পুলিশের এই গতি থামাতে পারবে না। পুলিশ জঙ্গিবাদ দমনে যা কিছু করা দরকার তা-ই করছে।জঙ্গিবাদে জড়িতদের কোনো প্রকার ছাড় না দেওয়ার কথা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, যারা জঙ্গি বিস্তারে কাজ করছে, এসব অশুভ শক্তিকে সম্মিলিতভাবে নির্মূল করা হবে। বাংলার মাটিতে জঙ্গিবাদের ঠাঁই নাই। যত ষড়যন্ত্রই হোক পুলিশ তৎপর আছে।