ম্যান ইউতে সবচেয়ে বেশি দামে ফিরলেন পগবা

অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
সবচেয়ে বেশি দামে ম্যান ইউতে ফিরলেন পগবা
 ফটোঃপগবা
ফ্রেঞ্চ সুপারস্টার পল পগবা ট্রান্সফার মার্কেটের ইতিহাসে রেকর্ড গড়েই দলবদল করলেন। আর তার এই রেকর্ডের সাক্ষী হয়ে থাকল ইংলিশ প্রিমিয়ার লিগ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড।
১০৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে ইতালিয়ান সিরি-আ চ্যাম্পিয়ন জুভেন্টাস থেকে  পগবাকে দলে ভিড়িয়েছে ইউনাটেড।ব্রিটিশ গণমাধ্যম চুক্তির অর্থের পরিমাণ নিশ্চিত করেছে।যদিও পাঁচ বছরের চুক্তিতে বিনিময় অর্থ ক্লাবের পক্ষ থেকে প্রকাশ করা হয়নি।
এর আগে ২০১৩ সালে টটেনহ্যাম হটস্পার থেকে ৮৫ মিলিয়ন পাউন্ডে গ্যারেথ বেলকে নিয়েছিল রিয়াল মাদ্রিদ। এবার সেই রেকর্ডকে ছাড়িয়ে গেলেন ২৩ বছর বয়সী পগবা। ২০১২ সালে এই পগবাকে জুভেন্টাসের কাছে কম অর্থে ছেড়ে দিয়েছিল ইউনাইটেড।এবার তাকে সবচেয়ে বেশি দামে কিনে নিল ।
পগবা বলেছেন, ফুটবল থেকে যা কিছু অর্জনের আশা করেছি তার জন্য এটাই সঠিক ক্লাব। হোসে মরিনহোর সাথে কাজ করার জন্য সত্যিকার অর্থেই মুখিয়ে আছি। পুরনায় এখানে আসতে পেরে আমি দারুণ খুশি।  এটা এমন একটি ক্লাব যার জন্য আমার কাছে বিশেষ একটি স্থান আছে।
২০বারের ইংলিশ চ্যাম্পিয়নদের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার গুরু দায়িত্ব এবার দেয়া হয়েছে মরিনহোর কাঁধে। তিনি মনে করেন, ইউনাইটেডকে পুনর্জাগরিত করতে হলে পগবাই মূল হাতিয়ার হয়ে উঠতে পারেন।তার মধ্যে দ্রুততা আছে, সে যথেষ্ঠ শক্তিশালী ও গোল করার ক্ষমতা রাখে। মরিনহো বলেছেন, এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়দের একজন পগবা। ভবিষ্যতের জন্য ইউনাইটেডকে তৈরী করার যে দায়িত্ব আমার ওপর পড়েছে তাতে পগবাই গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *