পদ্মা সেতুর সুপার স্ট্রাকচার মাওয়া পৌঁছেছে
অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
ছবিতে পদ্মা সেতুর সুপার স্ট্রাকচার লাইটারেজ জাহাজে আনা হচ্ছে
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া ঘাটে পদ্মা সেতু নির্মাণের ‘সুপার স্ট্রাকচার বা স্প্যান পৌঁছেছে। সোমবার দুপুর ১২টার দিকে স্প্যানবাহী জাহাজটি মাওয়ায় এসে পৌঁছায়।
পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের জানান, এই চালানে একটি স্প্যান পূরণ করার মত স্ট্রাকচার রয়েছে। এটি দিয়ে জাজিরা প্রান্তে দুই পিলারের মধ্যে ব্রিজ নির্মাণ করা হবে।এভাবে পর্যায় ক্রমে একটি করে স্প্যান বসিয়ে পূর্ণাঙ্গ ব্রিজটি নির্মিত হবে।