খালেদা জিয়া বুধবার ১২ মামলায় হাজিরা দেবেন
নিউজ ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম

বেগম খালেদা জিয়া(ফাইল ফটো)
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া নাইকো দুর্নীতিসহ ১২টি মামলায় হাজিরা দিতে বুধবার নিম্ন আদালতে যাবেন ।সাংবাদিকদের মঙ্গলবার এই তথ্য জানিয়েছেন তার আইনজীবী সানাউল্লাহ মিয়া ।
ঢাকার মহানগর দায়রা জজ আদালতে নয়টি মামলার শুনানি, ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে একটি, ঢাকার বিশেষ জজ ৯ নম্বর আদালতে নাইকো দুর্নীতি মামলা এবং আরো একটি আদালতে মামলার শুনানি রয়েছে বলে সানাউল্লাহ মিয়া জানান।
সব কয়টি মামলায় আদালতে হাজিরা দেবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।