আদালতের পথে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া
অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নাইকো দুর্নীতিসহ ১২টি মামলায় হাজিরা দিতে ঢাকার নিম্ন আদালতের পথে রওয়ানা দিয়েছেন । বুধবার সকাল সোয়া ১০টা ১০ মিনিটে রাজধানীর গুলশানের তার বাসভবন ‘ফিরোজা’ থেকে আদালতের উদ্দেশে রওয়ানা দেন তিনি।
তার হাজিরাকে কেন্দ্র করে পুরান ঢাকার পুরো আদালত পাড়ায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।তার ব্যক্তিগত নিরাপত্তারক্ষী বাহিনী সিএসএফের সদস্যরাও আদালতে খালেদা জিয়া হাজির হওয়ার আগেই এজলাসকক্ষে হাজির হয়েছেন ।আদালতের প্রবেশপথগুলোতে তল্লাশি করে তারপর আইনজীবী ও বিচারপ্রার্থীদের ঢুকতে দেওয়া হচ্ছে। আইনজীবীদের পরিচয়পত্রও দেখাতে হচ্ছে।
নাইকো দুর্নীতি মামলাসহ ১২ মামলায় তিনি আদালতে হাজিরা দেবেন। এরমধ্যে নাইকো দুর্নীতি মামলা ঢাকার বিশেষ জজ-৯ নম্বর আদালতের বিচারক মো. আমিনুল ইসলামের আদালতে, রাষ্ট্রদ্রোহ মামলা ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. কামরুল হোসেন মোল্লার আদালতে, বড় পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলার ঢাকার বিশেষ জজ-২ নম্বর আদালতের বিচারক হোসনে আরা বেগমের আদালতে হাজিরা দেবেন খালেদা জিয়া।
এছাড়া বিশেষ ক্ষমতা আইনে ২০১৫ সালে হরতাল-অবরোধে দারুস সালাম থানায় দায়ের করা ৮টি মামলায় ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. কামরুল হোসেন মোল্লার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করবেন। একই থানায় অপর একটি নাশকতার মামলায় খালেদা জিয়া ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করবেন বলে জানিয়েছেন খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া।এর আগে গত ৫ এপ্রিল যাত্রাবাড়ী থানার নাশকতার মামলাসহ পাঁচ মামলায় খালেদা জিয়া আদালতে আত্মসমর্পণ করে জামিন পান।