ইংল্যান্ডের নিরাপত্তা প্রতিনিধি দল ঢাকায় আসছে
অনলাই ন্ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
১৭ আগস্ট ইংল্যান্ডের নিরাপত্তা প্রতিনিধি দল ঢাকায় আসছে ।

এই প্রতিনিধি দল ৩০ সেপ্টেম্বর বাংলাদেশ সফরে আসার কথা থাকলেও ১৭ আগস্ট চার দিনের সফরে আসছে তারা। যেহেতু ইংল্যান্ড ক্রিকেট দল বাংলাদেশ এবং ভারতে ব্যাক টু ব্যাক সিরিজ খেলবে। তাই ইংল্যান্ডের একটি প্রতিনিধি দল প্রথমে ভারত পরে বাংলাদেশ সফর করবে।
তারা বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের সার্বিক নিরাপত্তা পর্যবেক্ষণ করবে। ক্রিকেটারদের থাকার হোটেল, হোটেল থেকে মাঠে যাওয়ার রাস্তা, মাঠ, মাঠের আশেপাশের পরিবেশসহ অন্যান্য নিরাপত্তা অবস্তা পর্যবেক্ষণ করবে বলে জানা গেছে।
আন্তর্জাতিক সিরিজ সফলভাবে আয়োজনের জন্য আন্তঃমন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক হয় বিসিবির। আসন্ন ইংল্যান্ড সফরকে সামনে রেখে গতকাল রবিবার সচিবালয়ে এমন একটি বৈঠক হয়। যেখানে বিসিবির পক্ষ থেকে উপস্থিত ছিলেন নিজামুদ্দিন চৌধুরী সুজন। পারি।