পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রাজশাহীতে নিহত ১

পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রাজশাহীর বাগমারা উপজেলায় এক ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার ভোর সাড়ে ৪টার দিকে ঝিকরা ইউনিয়নের জোড়াপুকুর আশ্রয়ণ প্রকল্পের পাশে এ ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায়নি।
রাজশাহীর পুঠিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আসলাম আহমেদ জানান, পুলিশ ভোরে ওই এলাকায় টহল দিচ্ছিল।দুর্বৃত্তরা এ সময় টহলরত পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় । পরে পুলিশও পাল্টা গুলি চালায়। বন্দুকযুদ্ধের পর অজ্ঞাত ওই ব্যক্তিকে গুলিবিব্ধ অবস্থায় উদ্ধার করা হয়। তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *