গুয়ামে পারমাণবিক বোমা বহনে সক্ষম বি-১ বোম্বার মোতায়েন

অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
গুয়ামে পারমাণবিক বোমা বহনে সক্ষম বি-১ বোম্বার মোতায়েন
প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ গুয়ামে বি-১ বোমারু বিমান মোতায়েন করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এই বিমানগুলো পারমাণবিক বোমা বহনের সক্ষম।পুরনো বি-৫২ বোমারু বিমান পাল্টে শনিবার গুয়ামে বি-১ মোতায়েন করা হয়েছে বলে পেন্টাগন জানিয়েছে।
উওর কুরিয়া বলছে, উত্তর কোরিয়ায় পারমাণবিক হামলার প্রস্তুতি হিসেবে এই বিমান মোতায়েন করা হচ্ছে। তবে পেন্টাগনের দাবি, বি-৫২ বদলে বি-১ মোতায়েন করা তাদের রুটিন কাজের অংশ।যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া।
 উত্তর কোরিয়া গত জানুয়ারিতে চতুর্থ পারমাণবিক বোমা পরীক্ষার পর থেকে অঞ্চলটিতে উত্তেজনা চরমে রয়েছে। এর পর তারা বেশ কিছু ক্ষেপণাস্ত্রেরও পরীক্ষা করেছে ।যার একটি প্রথমবারের মত জাপানি জলসীমার কাছে আঘাত করেছিল।খবর -এএফপি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *