এক বাসে যাওয়ায় ইসরাইল ও লেবানিজ অ্যাথলেটদের আপত্তি
স্পোর্টস নিউজঃ বিডি খবর ৩৬৫ ডটকম

রিওতে অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে যাওয়ার পথে ইসরাইলি ক্রীড়াবিদদের সঙ্গে একই বাসে যেতে রাজি না হওয়ার বিষয়টি শনিবার উভয় দলের পক্ষ থেকেই নিশ্চিত করা হয়েছে।
ইসরাইল এবং লেবাননের মধ্যে কোন কূটনৈতিক সম্পর্ক নেই এবং দুই দেশের মধ্যে যুদ্ধ চলছে। শুক্রবার মারাকানা স্টেডিয়ামে যাওয়ার জন্য আগেই বাসে অপেক্ষা করছিল লেবাননের অ্যাথলেটরা। এরপর ইসরাইলি অ্যাথলেটরা এসে বাসে উঠতে চাইলে লেবানন দলের প্রধান সেলিম আল-হাজ নিকোলাস দরজা বন্ধ করে দিতে চান। বার্তা সংস্থা এএফপি জানায়, ইসরাইলি অ্যাথলেটরা বাসে উঠতে চেষ্টা করে।
ইসরাইলি সেইলিং দলের সদস্য উডি গাল ফেসবুকের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। গাল বলেন এরপর আয়োজকরা হস্তক্ষেপ করেন এবং ইসরাইলিদের একই বাসে উঠতে বলেন। তবে নিরাপত্তা ও প্রটোকল বিবেচনায় তারা অস্বীকৃতি জানান। তিনি বলেন, লেবানিজরা আমাদের সঙ্গে যেতে অস্বীকার করলে তারা অন্য বাসে যেতে পারে জানিয়ে আমরা বাসে উঠতে চেয়েছিলাম।
আল-হাজ নিকোলাস বলেন ইসরাইলিরা জোর করে আমাদের বাস থেকে নামিয়ে দিতে চেষ্টা করেছে।শেষ পর্যন্ত ভিন্ন ভিন্ন বাসে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেয় দুই দলের সদস্যরা। খবরঃ বিবিসি।