মোসাদ্দেক আলী ফালুর পদত্যাগ

নিউজ ডেস্কঃ বিডি নিউজ ৩৬৫ ডটকম
বিএনপির ভাইস চেয়ারম্যান মোসাদ্দেক আলী ফালুর পদত্যাগ
বিএনপির ভাইস চেয়ারম্যান মোসাদ্দেক আলী ফালু পদত্যাগ করেছেন। শনিবার বিকেলে দলের কয়েকজন শীর্ষ নেতার সাথে কথা বলে এ খবর নিশ্চিত হওয়া গেছে।
শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নতুন কমিটিতে ভাইস চেয়ারম্যানের পদ পান মোসাদ্দেক আলী ফালু।মোসাদ্দেক আলী ফালু বিগত কমিটিতে খালেদা জিয়ার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বরাবর লেখা এ পদত্যাগপত্রটি শনিবার বিকেল সাড়ে চারটার দিকে দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছে দেয়া হয়েছে।
বিএনপির ভাইস চেয়ারম্যান পদে মনোনীত করায় খালেদা জিয়ার প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে পদত্যাগপত্রে ফালু লেখেন, ‘সম্পূর্ণ ব্যক্তিগত ও শারীরিক কারণে আমার পক্ষে ওইপদে থাকা সম্ভব হচ্ছে না। তাই নতুন কমিটির ভাইস চেয়ারম্যান পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি’।মোসাদ্দেক আলী ফালু পদত্যাগপত্রটি গ্রহণ করে ভাইস চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি দেয়ার জন্য বিএনপি চেয়ারপারসনের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published.