রাজধানীর হাজারীবাগে শিবিরের ১৪ নেতা-কর্মী আটক
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

রাজধানীর হাজারীবাগের মেসে অভিযান চালিয়ে শিবিরের ১৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে বুধবার ভোর চারটা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
হাজারীবাগ থানার ওসি মীর আলিমুজ্জামান জানান, রাতে মধুবাজার এলাকার কয়েকটি মেসে অভিযান চালানো হয়। আটককৃতদের মধ্যে শিবিরের উচ্চ পদের কোনো নেতা রয়েছে কি না তা তদন্ত করা হবে।ওই মেস থেকে বিপুল সংখ্যক উগ্র মতবাদের বই ও সরকারবিরোধী লিফলেট উদ্ধার করা হয়েছে জানিয়ে তিনি বলেন, “নাশকতার পরিকল্পনা করার জন্য তারা সেখানে বৈঠক করছিল বলে ধারণা করা হচ্ছে।”