বগুড়ায় গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ
শাজাহানপুর উপজেলায় এক গৃহবধূ গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বগুড়ার শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের নারচি গ্রামের বাসিন্দা তোতা মিয়াকে গ্রেপতার করা হয়েছে।
গৃহবধূর পরিবারের বরাত পুলিশ জানায়, সোমবার দিবাগত রাত দেড়টার দিকে চার যুবক ওই গৃহবধূর ঘরে প্রবেশ করে এবং তারা তাকে অস্ত্রের মুখে জিম্মি করে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়।পুলিশ জানায়, ঘটনার পর মঙ্গলবার ওই গৃহবধূ মামলা করার পর তোতা মিয়াকে গ্রেফতার করা হয়।শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মাসউদ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার গৃহবধূর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হবে।