শাজনীন ধর্ষণ ও হত্যা মামলায় শহীদুলের ফাঁসি বহাল
কোর্ট রিপোর্টারঃ বিডি খবর ৩৬৫ ডটকম

শাজনীন তাসনিম (ফাইল ফটো)
গুলশানের নিজ বাড়িতে প্রায় দেড় যুগ আগে শাজনীন তাসনিম রহমানকে ধর্ষণ ও হত্যার
মামলায় মৃত্যুদণ্ড প্রাপ্ত শহীদুলের ফাঁসির রায় বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।এই মামলায় মৃত্যুদণ্ড প্রাপ্ত অপর চার আসামিকে খালাস দিয়েছে আদালত। প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন আপীল বিভাগের ৫ বিচারপতির বেঞ্চ মঙ্গলবার সকালে এই রায় দেন। খালাস প্রাপ্তরা হলেন, হাসান, বাদল, মিনু ও পারভীন।
রায়ের পর আসামি পক্ষের সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেছেন, এই মামলায় একমাত্র স্বীকারোক্তি মূলক জবানবন্দী দিয়েছে আসামি শহীদুল। আদালত তার ফাঁসির রায় বহাল রেখেছ। তিনি বলেন, আপিল বিভাগ চাঞ্চল্যকর এই হত্যা মামলায় দৃঢ়তার সঙ্গে যে ন্যায় বিচার করেছেন তাতে আমরা সন্তুষ্ট।