জঙ্গিদের হত্যা করে সরকার ‘তথ্যের উৎস’ নষ্ট করছে- নজরুল ইসলাম খান
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডখবর

নজরুল ইসলাম খান
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, জঙ্গিদের হত্যা করে সরকার ‘তথ্যের উৎস’ নষ্ট করছে। মঙ্গলবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মলনে তিনি এই কথা বলেন।
নজরুল ইসলাম খান বলেন, যারা সত্যিকারের জঙ্গি তারা নিহত হবে, আহত হবে। কিন্তু তাদেরকে হত্যা করে তথ্যের উৎস নষ্ট করার উদ্দেশ্যটা কী? বরং তাদের কাছ থেকে তথ্য নিয়ে এই জঙ্গিদের মূল উৎস নির্মূল করা দরকার। বিএনপির বক্তব্য সেটাই।
তিনি আরোও অভিযোগ করেন, দেশবাসী এখন বিশ্বাস করে, জঙ্গি নির্মূলে সরকারের কোনো আন্তরিকতা নেই। যদি থাকত, জঙ্গিদের হত্যা না করে উগ্রবাদের নাটের গুরুদের হদিস বের করতে সচেষ্ট হতো।
বিএনপি নেতা বলেন, জঙ্গিবাদ নির্মূলে আমরা ঐক্যবদ্ধ কর্মসূচি নেয়ার পক্ষে। এই ঐক্য দলমত নির্বিশেষে জাতীয় ঐক্য। সেই ঐক্যে আমরা আওয়ামী লীগকে চাই।সরকার বিরোধী দলের ওপর ‘অগণতান্ত্রিক দমননীতি’ চালাচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।