রাশিয়ায় হামলা চালানোর আহ্বান জানিয়েছে আইএস নামধারী জঙ্গি গোষ্ঠী

অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
রাশিয়ায় হামলা চালানোর আহ্বান জানিয়েছে আইএস নামধারী জঙ্গি গোষ্ঠী।ইউটিউবে পোস্ট করা নয় মিনিটের এক ভিডিওতে আইএস সদস্যদের এ হামলা চালানোর আহ্বান জানানো হয়।ভিডিওটি গতকাল ইউটিউবে পোস্ট করা হয়।
 
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তাৎক্ষণিকভাবে ভিডিওটি আইএসের কিনা তা যাচাই করা সম্ভব হয়নি। তবে ভিডিওটি যে ‘টেলিগ্রাম’ মেসেজিং অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে তা আইএস ব্যবহার করে থাকে।
রাশিয়া আইএসের পরবর্তী হামলার লক্ষ্যবস্তু কি না, তাও তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি । তবে সম্প্রতি সিরিয়ায় আইএস ও আল-কায়েদার বিরুদ্ধে লড়াইয়ে সামরিক ও গোয়েন্দা সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করছে রাশিয়া ও যুক্তরাষ্ট্র। এক্সপ্রেস ডটকম ডটইউকে।

Leave a Reply

Your email address will not be published.