পাঁচ পাউন্ডের চেয়ারে ৫০০০ পাউন্ডের হীরার গয়না!
অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
নিম্ন মধ্যবিত্ত এক ব্রিটিশ দম্পতি মাত্র পাঁচ পাউন্ড দিয়ে একটি পুরোনো চেয়ার কিনেছিলেন । কিন্তু কয়েক বছর পর তারা চেয়ারের ভেতর লুকানো অবস্থায় কিছু হীরার গয়না আবিষ্কার করেন যার দাম পাঁচ হাজার পাউন্ড।
পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাঞ্জেল মিলনার ব্রাউন (৫০) ও তার স্বামী আনগুস (৪৭) কোনোদিন ধারণও করতে পারেননি যে তাদের কেনা চেয়ারের মধ্যে কি মূল্যবান জিনিস লুকানো আছে।
স্কটল্যান্ডের ঐ দম্পতি ১০ বছর আগে একটি নিলাম থেকে মাত্র পাঁচ পাউন্ড দিয়ে চেয়ারটি কিনেছিলেন।তাদের বাড়ির চিলেকোঠায় চেয়ারটি ছয় বছর ধরে পড়ে ছিল কিন্তু অর্থ না থাকায় চেয়ারটি মেরামত করতে পারেননি তারা।
চেয়ারটি কেনার পর সেটি থেকে আমরা আর কিছুই আশা করিনি বলেন অ্যাঞ্জেলা। কিন্তু কয়েকবছর পর আমার স্বামী আমাদের বিবাহ বার্ষিকীতে একটি হীরার আংটি উপহার দিয়ে আমাকে অবাক করে দেয়। সে এটি চেয়ারের মধ্যে লুকানো অবস্থায় খুঁজে পায় বলে আমাকে জানায়। এরপর ভ্যালেন্টাইন ডেতে আমাকে সে একজোড়া হীরার কানের দুল উপহার দেয়। এরপর একটি হীরার ব্রোচ উপহার দেয়।সম্ভবত চেয়ারের আগের মালিক হয়ত এগুলো এখানে লুকিয়ে রেখেছিলেন।চেয়ারটি সংস্কার করতে গিয়ে হীরার গয়নাগুলো খুঁজে পেয়েছিলেন আনগুস। কিন্তু স্ত্রীকে চমক দেবেন বলে এগুলো লুকিয়ে রেখেছিলেন তিনি। সূত্র: পিটিআই।