দিনাজপুরে কিস্তিতে গরুর মাংস বিক্রি
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
বাজারে বিভিন্ন পণ্য কিস্তির মাধ্যমে বিক্রির প্রচলন থাকলেও এবার দিনাজপুরের বিরামপুরে গরুর মাংসও কিস্তিতে বিক্রি হচ্ছে।
সোমবার বিরামপুর উপজেলার কাটলা বাজার কসাইয়ের দোকানে কিস্তিতে গরুর মাংস বিক্রয় হওয়ার খবর পাওয়া গিয়াছে।সীমান্তবর্তী কাটলা বাজারে সপ্তাহে সোমবার ও শুক্রবার হাট বসে। হাটের দিনে কসাইরা গরুর মাংস বিক্রি করেন।সীমান্ত এলাকা হওয়ায় সেখানে দেশি গরুর মাংসের চাহিদা কম হওয়ায় মাংস বিক্রেতা নেজাবুল ইসলাম সোমবার হাটে একটি বড় দেশী গরু জবাই দিয়ে মাংস বিক্রি নিয়ে আশঙ্কায় পড়েন। অবশেষে বাধ্য হয়ে তিনি কিস্তিতে গরুর মাংস বিক্রির কথা মাইকিং করে এলাকায় প্রচার করেন। চার শ টাকা দরের প্রতি কেজি মাংসের জন্য প্রথমে দুই শ টাকা জমা নিচ্ছেন। এবং অবশিষ্ট দুই শ টাকা দুই সপ্তাহে পরিশোধের কথা বলেন।এ খবর পেয়ে কাটলা বাজার ও পার্শ্ববর্তী গ্রামের মানুষ কিস্তিতে মাংস কেনার জন্য ঐ দোকানে ভিড় জমান।
ক্রেতা মোফাজ্জল হোসেন বলেন, কিস্তিতে গরুর মাংস বিক্রির ঘটনা এলাকায় প্রথম। তিনি চার কেজি মাংস কিনে তিন সপ্তাহে টাকা পরিশোধের সুযোগ নিয়েছেন।মাংস ব্যবসায়ী নেজাবুল ইসলাম জানান, সীমান্তবর্তী কাটলা হাটে তার দেশি গরুর সাড়ে তিন মণ মাংস বিক্রি অনিশ্চিত ভেবেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।
কাটলা ইউপি চেয়ারম্যান নাজির হোসেন বলেন, ‘ভারত থেকে আসা মাংসের প্রভাবে এখানে দেশি গরুর মাংস বিক্রি হয় কম হওয়ায় বাধ্য হয়ে কসাই কিস্তিতে মাংস বিক্রি করছেন।’