বদি জড়িত নয়

আরএসও নেতার সঙ্গে বৈঠকে বদির সম্পৃক্ততা নেই: বিজিবি
কক্সবাজারের টেকনাফে মিয়ানমারের রোহিঙ্গা জঙ্গি সংগঠন আরএসও’র সাবেক কমান্ডার হাফেজ সালাউল ইসলাম ও সৌদি নাগরিক আবু সালে আহমেদ আল গাম্বীর সঙ্গে গোপন বৈঠকে উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আবদুর রহমান বদির উপস্থিতি থাকার বিষয়টি নাকচ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ বলেন, টেকনাফে সৌদি নাগরিক আবু সালে আহমেদ আল গাম্বী ও আরএসও নেতা হাফেজ সালাউল ইসলামসহ চারজনকে বিজিবি আটক করলেও ঐ ঘটনার সঙ্গে স্থানীয় সংসদ সদস্য আবদুর রহমান বদির কোনো সংশ্লিষ্টতা নেই। এমনকি বৈঠকে  ঐ সদস্য উপস্থিত ছিলেন না।বিজিবি মহাপরিচালক দাবি করেন, ঐ সংসদ সদস্যকে জড়িয়ে একটি স্বার্থন্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published.