কেরানীগঞ্জে বন্দী স্থানান্তর সম্পন্ন

 নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম।
শুক্রবার সকাল থেকে শুরু হওয়া ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বন্দীদের কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর প্রক্রিয়া রাত সোয়া ১০টার দিকে শেষ হয়।
কেরানীগঞ্জ কেন্দীয় কারাগার

কেরানীগঞ্জ কেন্দীয় কারাগারে বন্দী নেওয়া হচ্চছে।

 কারা অধিদফতরের অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল ইকবাল হাসান জানান, সর্বশেষ ট্রিপে ১৮৪ জন আসামিকে স্থানান্তর করা হয়। এর ফলে সকাল থেকে শুরু হওয়া এ স্থানান্তর প্রক্রিয়ায় মোট ৬ হাজার ৫১১ আসামিকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
কারা সূত্রে জানা যায়, র‌্যাব, পুলিশ, এপিবিএন সহ আইন-শৃঙ্খলা বাহিনীর ২৬০০ সদস্য বন্দী স্থানান্তর কাজের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন। এছাড়াও ৭০০ কারারক্ষী ও কারা গোয়েন্দা স্থানান্তর কাজে যুক্ত ছিলেন।
কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নের রাজেন্দ্রপুরে নতুন এই কেন্দ্রীয় কারাগারটি প্রায় ১৯৪ একর জায়গা নিয়ে নির্মিত। এর ধারণ ক্ষমতা প্রায় ৬ হাজার।গত ১০ই এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটি উদ্বোধন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *