দ্রুত অভিযান চালানোয় বড় নাশকতা থেকে রক্ষা: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃবিডিখবর৩৬৫.কম
দ্রুত অভিযান চালানোয় বড় নাশকতা থেকে রক্ষা: প্রধানমন্ত্রী

 রাজধানীর কল্যাণপুরে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের বিষয়ে  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জঙ্গিরা বড় ধরনের নাশকতা চালানোর জন্য প্রস্তুতি নিচ্ছিল। গোয়েন্দাদের দ্রুত অভিযান চালানোর কারণে তারা বড় কোনো নাশকতামূলক কাজ করতে পারেনি।
মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে শাপলা হলে চার দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।শেখ হাসিনা বলেন, অভিযানে নয়জন নিহত হয়েছে, একজনকে আটক করা হয়েছে এবং একজন পালিয়ে গেছে। যেভাবেই হোক এসব সন্ত্রাসী কর্মকাণ্ড মোকাবেলা ও প্রতিরোধ করতে হবে।
 তিনি আরও বলেন, কারা, কোথায়, কীভাবে সন্ত্রাসী কর্মকাণ্ডের চেষ্টা করছে তৃণমূল পর্যায়ে কমিটি গঠন করে তা খুঁজে বের করতে হবে। জঙ্গিবাদ দমনে কাজ করতে জেলা প্রশাসকদের নির্দেশও দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *