জাপানে প্রতিবন্ধীকেন্দ্রে হামলায় ছুরিকাঘাতে নিহত ১৯
অনলাইন ডেস্কঃবিডিখবর৩৬৫.কম
জাপানে প্রতিবন্ধীকেন্দ্রে হামলায় এখন পর্যন্ত ১৯ জন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির নিরাপত্তা বিভাগ।
রাজধানী টোকিওর কাছে ওই হামলায় আরো অন্তত ২০ জন আহত হয়েছেন বলে স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে জানিয়েছে রয়টার্স। জাপানের সংবাদ সংস্থা কিয়োডো বলছে, টোকিওর পশ্চিমে কানাগাওয়া অঞ্চলের সাগামিহারার পুলিশ সন্দেহভাজন হামলাকারী হিসেবে ২৬ বছর বয়সী একজনকে গ্রেফতার করেছে। স্থানীয় গণমাধ্যমে তার নাম বলা হচ্ছে সাতোশি উইমাতশু।
বিবিসির খবরে বলা হয়, স্থানীয় সময় রাত আড়াইটার দিকে সুকুই ইয়ামাউরি গার্ডেনে ছুরি হাতে একব্যক্তির ঢুকে পড়ার খবর জানায় ওই কেন্দ্রের কর্মীরা। পরে প্রতিষ্ঠানটির সাবেক এই কর্মী থানায় গিয়ে বলে, ‘এটা আমি করেছি।’ এ সময় হামলাকারী আরো জানান, পৃথিবী থেকে প্রতিবন্ধীদের নিশ্চিহ্ন করতে চান তিনি। বিবিসি।