বৃহত্তম উভচর বিমান তৈরি করল চীন

অনলাইন ডেস্কঃ বিডিনিউজ৩৬৫.কম

বৃহত্তম উভচর বিমান তৈরি করল চীন
সাত বছর কাজ করার পর বিশ্বের বৃহত্তম উভচর বিমান তৈরি করল চীন। বিমানটি সামুদ্রিক উদ্ধার কাজ ও দাবানল নেভানোর কাজে ব্যবহৃত হবে বলে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে।
বিমানটি তৈরি করেছে অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রিজ কর্পো্রেশন অব চায়না। শনিবার দক্ষিণাঞ্চলের বন্দর নগরী জুহাইতে এজি৬০০ নামের নতুন এই বিমান উদ্বোধন করা হয় বলে প্রতিষ্ঠানটির উদ্ধৃতি দিয়ে সিনহুয়া জানিয়েছে।বিমানটির পাল্লা সর্বোচ্চ চার হাজার ৫০০ কিলোমিটার। এটি আকারে একটি বোয়িং ৭৩৭ বিমানের কাছাকাছি। সমুদ্র থেকে উঠা-নামা করার জন্য নির্মিত অন্যান্য বিমানের চেয়ে এটি অনেক বড় বলে জানিয়েছেন এভিআইসির ডেপুটি জেনারেল ম্যানেজার গেং রুগুয়াং।
সিনহুয়ার নিবন্ধে বলা হয়, চীনের এ বিমান নৌ-সম্পদ বিকশিত ও কাজে লাগাতে খুবই উপকারি হবে এবং পরিবেশ পর্যবেক্ষেণ, সম্পদ চিহ্নিতকরণ ও পরিবহন কাজে এটি ব্যবহার করা যাবে।বিমানটি দক্ষিণ চীন সাগরে নজরদারির ক্ষেত্রে দেশটির সক্ষমতা আরো বাড়াবে বলে ধারণা করা হচ্ছে। খবর: রয়টার্স ও এএফপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *