বনশ্রীতে গৃহবধূকে হত্যা, স্বামী আটক
রাজধানীর রামপুরার বনশ্রীতে গার্মেন্টস কর্মী সখিনা বেগমকে (৩০) হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্বামী হাবিবুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে এ ঘটনা ঘটে।
হাসপাতাল সূত্র জানায়, শনিবার রাতে প্রতিবেশীরা ওই নারীকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন । পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ সময় তার শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন ছিল বলে জানা গেছে।
এলাকাবাসী জানায়, বনশ্রীর সি- ব্লকের ৫০১ নম্বর বাসায় ভাড়া থাকতেন সখিনা। শনিবার বিকালে সখিনা গার্মেন্টস থেকে বাসায় ফেরেন। অফিসের বেতনের টাকা দাবি করতে থাকেন স্বামী হাবিব। এ নিয়ে তাদের দুজনের মধ্যের ঝগড়া হয়। এ সময় সখিনাকে মারধর করেন হাবিব। সখিনা জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। হাবিব বাসা থেকে পালিয়ে যান। পরে সখিনাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয়।
রামপুরা থানা পুলিশ জানায়, এ ঘটনায় হাবিবকে গ্রেফতার করা হয়েছে। হত্যা মামলায় তাকে আসামি করা হয়েছে।