র্যাবের নিখোঁজ তালিকার ২ জনকে পাওয়া গেছে
র্যাবের তালিকার মোট ২ জনকে পাওয়া গেছে।
সাম্প্রতিক জঙ্গি হামলায় ঘরছাড়া তরুণদের জড়িত থাকার তথ্য প্রকাশের পর সারাদেশে নিখোঁজ আড়াই শতাধিক ব্যক্তির যে তালিকা র্যাব দিয়েছে, তার মধ্যে একজন কারাগারে এবং আরেকজন কর্মস্থলে রয়েছেন বলে জানা গেছে।