সড়ক দুর্ঘটনায় আহত বিদেশিসহ ২৫ জন
চট্টগ্রাম নগরীতে পোশাক শ্রমিকবাহী একটি বাসের সঙ্গে মাইক্রোবাস ও রাইডারের ত্রিমুখী সংঘর্ষে চার বিদেশিসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন।
শুক্রবার সকালে বন্দর থানার কাস্টমস ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।বন্দর থানার এসআই মো. মহসিন জানান, কর্ণফুলী ইপিজেডের ‘হংকং ডেনিম প্রাইভেট লিমিটেড’ নামে একটি প্রতিষ্ঠানের শ্রমিক বহনকারী বাসের সঙ্গে বিপরীতমুথী একটি রাইডার ও মাইক্রোবাসের সংঘর্ষ ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি বলেন, দুর্ঘটনার সময় ওই এলাকায় বৃষ্টি হচ্ছিল। বাসটি বেপরোয়া গতিতে থাকায় বিপরীতমুখী রাইডারের সঙ্গে সংঘর্ষের পর পাশে থাকা বিদেশি বহনকারী একটি মাইক্রোবাসকে ধাক্কা দেয়।মাইক্রোবাস ও রাইডারটি রাস্তার দু্ই পাশে পড়ে যাওয়ার পার বাসটিও রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগায়।
তিনটি পরিবহনের যাত্রীই আহত হন জানিয়ে এসআই মহসিন বলেন, মাইক্রোবাসে থাকা চার বিদেশি নাগরিক আহত হন। তারা ‘গার্মেন্ট বায়ার’। চট্টগ্রাম ইপিজেডের একটি কারখানায় যাচ্ছিলেন তারা।
চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির নায়েক মো হামিদ জানান, আহতাবস্থায় ২৫ থেকে ৩০ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।
তবে তাদের অবস্থা গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে সবাইকে ছেড়ে দেওয়া হয় বলে জানান তিনি।