নিখোঁজ স্কুলছাত্রের লাশ ধান ক্ষেতে
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাজারের দোকানে ‘টিভি দেখতে গিয়ে’ নিখোঁজ এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে উপজেলার শালমারা ইউনিয়নের পূর্ব মীরেরপাড়া গ্রামের একটি ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে গোবিন্দগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক জানান।
নিহত সুমন মিয়া (১৩) ওই এলাকার মাইদুল ইসলামের ছেলে। স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।
স্বজনদের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, সোমবার রাতে ফকিরের হাট বাজারে টিভি দেখতে গিয়ে আর ফিরে আসেনি সুমন।সকালে পূর্ব মীরেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি ধানক্ষেতে তার লাশ দেখে থানায় খবর দেয় এলাকাবাসী।
পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
সুমনকে শ্বাসরোধে হত্যার পর দুর্বৃত্তরা লাশ ফেলে গেছে বলে ধারণা ওসির।