সাঁড়াশি অভিযানে ঘুষ, এসআই প্রত্যাহার
মাগুরায় পুলিশের বিশেষ অভিযানের সময় নিরীহ মানুষকে ধরে এনে অর্থের বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগে এক এসআইকে প্রত্যাহার করা হয়েছে।
সদর থানার এসআই নিমাই চন্দ্র দেবনাথকে রোববার থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে পাঠানো হয়।
পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ জানান, বিশেষ অভিযানের সময় নিরীহ মানুষকে ধরে এনে অর্থের বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ পাওয়া যায় নিমাই চন্দ্রের নামে।
অনুসন্ধানে প্রাথমিক সত্যতা প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে তিনি জানান।
এসআই নিমাইচন্দ্রের বিরুদ্ধে গত ১২ জুন রাতে সদর উপজেলার বেড় আকছি গ্রাম থেকে চার নিরীহ ব্যক্তিকে ধরে এনে জনপ্রতি ১৬০০ টাকা উৎকোচ আদায়ের অভিযোগ রয়েছে।
তবে এসআই নিমাই অভিযোগ অস্বীকার করেছেন।
তিনি বলেন, “ওই দিন আমি সোর্সের মাধ্যমে খবর পাই, বেড় আকছি গ্রামে ডাকাত ফারুক তার লোকদের নিয়ে বৈঠক করছে। আমি ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছালে ফারুক দৌড়ে পালিয়ে যায়।”
এ সময় ঘটনাস্থল থেকে চারজনকে আটক করলেও পরে তারা নিরপরাধ জানতে পেরে উৎকোচ ছাড়াই ছেড়ে দেন বলে এসআই দাবি করেন।




