শ্রমিক দ্বন্দ্বে হানিফ ফ্লাইওভার বন্ধ, গুলিস্তানে যানজট
পরিবহন শ্রমিকদের একটি কার্যালয় দখল নিয়ে বিরোধের জের ধরে বাস রেখে মেয়র হানিফ ফ্লাইওভার বন্ধ করে দেওয়া হয়েছে।
বঙ্গভবনের পূর্ব দিকে একটি অফিসের দখল নিয়ে শ্রমিকদের দুপক্ষের মধ্যে সোমবার দুপুর ১২টার দিকে সংঘর্ষ হয় বলে জানিয়েছেন যাত্রাবাড়ী থানার ওসি মো. আনিসুর রহমান।
এরপর থেকে গুলিস্তান থেকে যাত্রাবাড়ীর পথে ফ্লাইওভারের উপর দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যানচলাচল ট্রাফিক নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়।
নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বরত কর্মকর্তা বলেন, “শ্রমিকরা মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের উপরে আড়াআড়ি করে বাস রেখে পথ আটকে দিয়েছে।”এদিকে গুলিস্তান মহানগর নাট্যমঞ্চের পাশে ও সায়দাবাদ বাস টার্মিনালের সামনের সড়কও বাস রেখে আটকে দেওয়া হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আলোকচিত্র সাংবাদিক তানভীর আহাম্মেদ জানান।
যাত্রাবাড়ী থানার ওসি মো. আনিসুর রহমান বলেন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন ও ঢাকা জেলা শ্রমিক ইউনিয়নের শ্রমিকদের মধ্যে সংঘর্ষের সময় যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।