মাকে হত্যায় ছেলের যাবজ্জীবন
বাগেরহাটে হাসিনা বেগম হত্যা মামলায় ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত।
সোমবার সকালে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মিজানুর রহমান খান এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত ফারুক শেখ (৩০) বাগেরহাট সদর উপজেলার বারইপাড়া ইউনিয়নের কাত্তিকদিয়া গ্রামের প্রয়াত মোকসেদ শেখের ছেলে। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন তিনি।
একই সাথে আদালত তাকে ২০ হাজার টাকা জরিমানা করেছে। জরিমানা না দিলে তাকে আরও ছয় মাস কারাভোগ করতে হবে।
পিপি শেখ মোহম্মদ আলী বলেন, পারিবারিক কলহের জেরে ২০১৫ সালের ৫ জুলাই বিকাল ৪টার দিকে মা হাসিনা বেগমের মাথায় লাঠি দিয়ে আঘাত করে ফারুক।
“চিৎকার শুনে প্রতিবেশীরা এসে গুরুতর আহত হাসিনাকে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
ঘটনার পর এলাকাবাসী ফারুককে পুলিশে দেয় এবং পরদিন নিহতের মেয়ে পায়রা বেগম বাদী হয়ে তার বিরুদ্ধে বাগেরহাট মডেল থানায় হত্যা মামলা করেন বলে জানান পিপি।
তিনি বলেন, মামলার তদন্ত কর্মকর্তা এসআই লুৎফর রহমান ওই বছরের ৮ সেপ্টেম্বর ফারুকের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।
“মামলায় ১৪ জনের সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় দেয় আদালত।”