পাঁচ ঘণ্টা পর উত্তরের পথে ট্রেন চালু
সিরাজগঞ্জে মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার পাঁচ ঘণ্টার পর রাজধানীর সঙ্গে দেশের উত্তর ও দক্ষিণ জনপদের ট্রেন চলাচল শুরু হয়েছে।
সোমবার বেলা পৌনে ২টার দিকে মালবাহী ট্রেনটি সরানোর পর ফের রেল যোগাযোগ শুরু হয় বলে জানান সিরাজগঞ্জ জিআরপি থানার ওসি সাঈদ ইকবাল।
তিনি বলেন, সকাল সাড়ে ৮টার দিকে চুয়াডাঙ্গার দর্শনা থেকে আসা একটি পাথরবাহী ট্রেন সয়দবাদে আনলোড করে ঘোরানোর সময় ইঞ্জিন লাইনচ্যুত হয়।
“এতে রাজধানীর সঙ্গে দেশের উত্তর ও দক্ষিণ জনপদের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে ঈশ্বরদী থেকে একটি রিলিফ ট্রেন এসে বেলা দেড়টার দিকে ইঞ্জিনটি লাইনে তুললে পৌনে ২টায় চলাচল শুরু হয়।”
এ সময় ঢাকা থেকে উত্তরাঞ্চলগামী ধূমকেতু ও মুক্তি এক্সপ্রেস যমুনা সেতুর পূর্ব পাশে এবং সেতুর পশ্চিমে জামতৈল স্টেশনে সিল্ক সিটি এক্সপ্রেস আটকা পড়ে বলে তিনি জানান।
ঘটনা তদন্তে পাকশী রেলওয়ের পরিবহন বিভাগের প্রধান শওকত জামিলকে প্রধান করে চার সদস্যের তদন্ত দল গঠন করা হয়েছে বলেও জানান রেলওয়ে পুলিশের এ কর্মকর্তা।

5

4

3

2

1