ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
ঢাকার কমলাপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক নারীর মৃত্যু হয়েছে।
পুলিশ জানিয়েছে, আনুমানিক ত্রিশ বছর বয়সী ওই নারীর পরনে ছিল চেক সালোয়ার কামিজ; পায়ে ছিল সবুজ রঙের স্যান্ডেল।
সোমবার সকাল ৯টার দিকে কমলাপুর স্টেশনের দুই নম্বর রেললাইনের ওপর তিনি দুর্ঘটনায় পড়েন বলে ঢাকা রেলওয়ে থানার ওসি আব্দুল মজিদ জানান।
তিনি বলেন, “ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়। তার বাঁ হাত ও পা দেহ থেকে বিছিন্ন হয়ে যায়।”
ওই নারীর মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
কমলাপুর রেলস্টেশন থেকে তিনশ ইয়াবাসহ আরিফ নামে এক যুবককে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।
রেলওয়ে থানার ওসি মজিদ বলেন, ওই যুবক চট্টগ্রাম থেকে চট্টলা ট্রেনে করে ঢাকা আসেন।
“সকাল সাড়ে ১০টার দিকে তাকে তল্লাশি কেরে তিনশ ইয়াবা পাওয়া যায়।”
এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানান তিনি।