একাদশে ভর্তি: অপেক্ষমাণদের মেধাতালিকা ২৪ জুন
মূল মেধাতালিকা থেকে ভর্তি শেষে কলেজগুলোতে শূন্য আসনের বিপরীতে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির জন্য অপেক্ষমাণদের মেধাতালিকা প্রকাশ করা হবে ২৪ জুন।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
গত ১৬ জুন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর আসনের বিপরীতে মেধাতালিকা প্রকাশ করা হয়। ওই তালিকা ধরে ২২ জুন পর্যন্ত শিক্ষার্থী ভর্তি করা হবে।
অনলাইনের মাধ্যমে সর্বোচ্চ ১০টি এবং এসএমএসের মাধ্যমে আরও ১০টিসহ মোট ২০টি কলেজে আবেদনের সুযোগ ছিল এবার। সেই হিসেবে ১৩ লাখ এক হাজার ৯৯ জন শিক্ষার্থীর মোট আবেদনের সংখ্যা দাঁড়িয়েছে ৪৪ লাখ ৯২ হাজার ১৪০টি।
সরকারি-বেসরকারি কলেজগুলোর একাদশে শ্রেণিতে মোট ২১ লাখ ১৪ হাজার ২৬৫টি আসন থাকলেও মেধাতালিকায় ছিল ৯ লাখ ৬০ হাজার শিক্ষার্থীর নাম। বাকি তিন লাখ ২০ হাজার শিক্ষার্থীকে রাখা হয় অপেক্ষমাণ তালিকায়।
আসন খালি থাকা সাপেক্ষে অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি হবে ২৫ থেকে ২৭ জুন।
আগামী ১০ জুলাই একাদশে ক্লাস শুরুর পর ১০ থেকে ২০ জুলাই বিলম্ব ফি দিয়ে ভর্তি হতে পারবেন শিক্ষার্থীরা।
মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় এবার ১৪ লাখ ৫৫ হাজার ৩৬৫ জন পাস করে। এই হিসাবে মাধ্যমিক উত্তীর্ণ এক লাখ ৫৪ হাজার ৩৬৬ জন এবার কলেজ ভর্তির আবেদন করেননি।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ বিষয়ে বলেছেন, “কিছু শিক্ষার্থী ঝরে পড়ে। কারিগরিতে পড়ার জন্য প্রায় এক লাখ আবেদন পড়েছে। আশা করছি মাধ্যমিক উত্তীর্ণ সবাই আবেদন করেছেন।”