সাবেক বলিউড তারকা মমতা কুলকার্নি মাদক পাচারে
বলিউডের সাবেক চিত্রনায়িকা মমতা কুলকার্নির বিরুদ্ধে হাজার কোটি রুপির মাদক পাচারের অভিযোগ উঠেছে।
এই অভিনেত্রী দুই মাস আগে মুম্বাইয়ের থানে থেকে ভারতে মাদকের সবচেয়ে বড় চালান জব্দ হওয়ার ঘটনায় প্রত্যক্ষভাবে যুক্ত বলে পুলিশের দাবি।
থান পুলিশের কমিশনার পরমবীর সিং শনিবার এক সংবাদ সম্মেলনে বলেন, “মমতা ও ভিকি গোস্বামী (তার স্বামী) ওই ঘটনার হোতা বলে তদন্তে উঠে এসেছে।”
১২ এপ্রিল থানের সোলাপুরে অ্যাভন লাইফ সায়েন্সস নামের একটি কারখানা থেকে দুই হাজার কোটি টাকা মূল্যের ২০ টন ইফিড্রিন জব্দ করে, যেগুলো মাদক তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়।
পুলিশেরে দাবি, সাবেক এই চিত্রনায়িকা অ্যাভন লাইফ সায়েন্সেসের অন্যতম পরিচালক ও তার ‘১১ লাখ রুপির শেয়ার রয়েছে।’
তবে কয়েক বছর ধরে কেনিয়ায় অবস্থানরত মমতা এই অভিযোগ অস্বীকার করে বলেন, “দেখা যাচ্ছে, তারা (থানে পুলিশ) আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। অ্যাভন লাইফ সায়েন্সেসের নামে চেক খুঁজে পেতে তারা আমার সব অ্যাকাউন্টে তল্লাশি চালালেও একটাও পায়নি।”
ওই ঘটনায় গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসবাদসহ তদন্তে পুলিশ জানতে পেরেছে, মহারাষ্ট্র থেকে ওই মাদক হাত ঘুরে যুক্তরাষ্ট্র হয়ে কেনিয়ায় পাঠানো হতো।
সম্প্রতি কেনিয়ায় মমতার সঙ্গে মাদক পাচারের আন্তর্জাতিক মাফিয়া আবদুল্লাহর বৈঠক হয়েছে বলে গণমাধ্যমে প্রতিবেদন বের হয়েছে।
পুলিশ কর্মকর্তা পরমবীর বলেন, “কেনিয়ার মুম্বাসায় মাদকের কারখানা স্থাপন করার বিষয়ে কথা বলেন আবদুল্লাহ।”
মুম্বাসার ওই কারখানাতে মাদক তৈরির জন্য কাঁচামালগুলো রাখা হয় বলে ধারণা করা হচ্ছে।
মাদক পাচারের ওই ঘটনার তদন্তে যুক্তরাষ্ট্রের মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তারাও তথ্য দিয়ে সহযোগিতা করছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
থানের কমিশনার পরমবীর বলেন, “মমতা কুলকার্নিকে দেশে ফিরিয়ে আনার জন্য তার বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করতে সিবিআইয়ের মাধ্যমে ইন্টারপোলের কাছে আমরা অনুরোধ পাঠাব।
“আমরা তার ব্যাংক অ্যাকাউন্ট ও বিনিয়োগগুলো পরীক্ষা করে দেখছি। তার স্বামী ভিকি গোস্বামী এর মধ্যেই অভিযুক্ত।”
দুই মাস আগের মাদকের ওই চালান জব্দের ঘটনায় করা মামলায় এখন পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মমতা ও ভিকিসহ আরও সাত জন পলাতক রয়েছে।
পুলিশ বলছে, মমতা ও ভিকির সঙ্গে বলিউডের বেশ কিছু তারকার নিয়মিত যোগাযোগ রয়েছে, যাদের চিহ্নিত করে ধরার চেষ্টা চলছে।
এর আগে মাদক পাচারের অভিযোগে দুবাই থেকে স্বামীর সঙ্গে মমতাকেও পুলিশ গ্রেপ্তার করেছিল বলে গণমাধ্যমে খবর রয়েছে।
উরু পাটেল নামের এক অনাবাসী ভারতীয়ের সঙ্গে মিলে মমতা সম্প্রতি কেনিয়াতে একটি লাইন প্রোডাকশন কোম্পানি চালু করেছেন বলে শোনা যায়।
বলিউডের এই চিত্র তারকাকে সর্বশেষ অভিনয়ে দেখা গেছে ‘কাভি তুম কাভি হাম’ সিনেমায়, প্রধান নায়িকার ভূমিকায়।
এর আগে আশিক আওয়ারা, ওয়াক্ত হামারা হ্যায়, ক্রান্তিবীর, সবসে বড়া খিলাড়ি, বাজি ও চায়না গেটসহ বেশ কয়েকটি সফল বাণিজ্যিক চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করছেন তিনি।




