রোববার পৌনে ১১টায় বাকুশাহ মার্কেটের ভেতরের ওই গুদামে আগুনের সূত্রপাত হয়ে বলে নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা আতাউর রহমান জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সোয়া ১২টার সময় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে একটি গুদাম ক্ষতিগ্রস্ত হয়েছে।”
আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।