অস্ত্র মামলায় ছাত্রলীগনেতা রনির বিরুদ্ধে অভিযোগপত্র
অস্ত্র মামলায় ছাত্রলীগনেতা রনির বিরুদ্ধে অভিযোগপত্র
ইউনিয়ন পরিষদের ভোটের সময় গ্রেপ্তার চট্টগ্রাম নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনির বিরুদ্ধে করা অস্ত্র আইনের মামলায় অভিযোগপত্র দিয়েছে পুলিশ।
রোববার চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম শহিদুল্লাহ কায়সারের আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা হাটহাজারী থানার এসআই দেলোয়ার হোসেন।
৭ মে চট্টগ্রামের হাটহাজারীর একটি ভোটকেন্দ্রে ভোটে প্রভাব বিস্তারের অভিযোগে ক্ষমতাসীন দলসমর্থিত ছাত্র সংগঠনের এই নেতাকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়।
ভ্রাম্যমাণ আদালত তাকে দুই বছরের দণ্ড দিয়ে কারাগারে পাঠিয়ে দেন। পরে রনির বিরুদ্ধে অস্ত্র আইনেও একটি মামলা করে পুলিশ।
দুই মামলাতেই তিনি জামিন পেয়েছেন।