অটোরিকশা ‘ছিনতাইকারী’ আটক, চালকের লাশ উদ্ধার
গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় অটোরিকশা ছিনতাইকারী সন্দেহে এক যুবককে আটকের পর যানটির চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার রাত ২টার দিকে ঘোনাপাড়া থেকে অটোরিকশাচালক রবিউল ইসলামের (৩২) লাশ উদ্ধার করা হয় বলে জানান কালীগঞ্জ থানার এসআই মো. আজিজুর রহমান।
নিহত রবিউল বাহাদুরসাদী ইউনিয়নের ধোলা সাধুখা গ্রামের ইদ্রিস আলীর ছেলে।
আটক সুলতান উদ্দিন (২৩) একই গ্রামের জয়নাল উদ্দিনের ছেলে।
এসআই আজিজুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার রাত ৮টার দিকে সুলতান ও তার দুই সহযোগী কালীগঞ্জ থানার সামনে থেকে নরসিংদীর পলাশ উপজেলায় যাওয়ার কথা বলে রবিউলের ইজিবাইক ভাড়া নেন।
“রাত সাড়ে ১০টার দিকে কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কের ঘোনাপাড়ায় পৌঁছে রবিউলকে উপর্যুপরি ছুরিকাঘাত ও গলা কেটে মৃত্যু নিশ্চিত করে ইজিবাইক নিয়ে চলে যান তারা।
“শনিবার বিকালে নরসিংদীতে ইজিবাইকটি বেচতে গিয়ে ধরা পড়েন সুলতান উদ্দিন।”
এসআই আজিজুর বলেন, নরসিংদীর পলাশ থানার পুলিশ সুলতানকে কালীগঞ্জ থানায় হস্তান্তর করে। তাকে জিজ্ঞাসাবাদে ছিনতাই ও হত্যার ঘটনা ফাঁস হয়।
“সুলতানের জবানবন্দি অনুযায়ী ঘোনাপাড়া জঙ্গল থেকে রবিউলের মরদেহ উদ্ধার করে পুলিশ।”
ঘটনার সঙ্গে জড়িত অন্যদের আটকে অভিযান চলছে বলে জানিয়েছেন কালীগঞ্জ থানার ওসি মো. আলম চাঁদ।
লাশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে পুলিশ জানিয়েছে।